আর্মব্যান্ড পরেই মাঠে নেমেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। খেললেনও অধিনায়কের মতো। দ্যুতি ছড়ালেন মাঠের লড়াইয়ে। লেস্টার সিটির জার্সি গায়ে চোখধাঁধানো গোলে ক্লাবটিকে এগিয়েও নিয়েছিলেন। কিন্তু হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুবার লিড নিয়েও লাভ হয়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচ থেকে যায় অমীমাংসিত।
শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বলেছেন, ভারতের বিপক্ষে জিততে চাই। সোমবার দুপুরে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের একথা বলেন।